
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাও. মো. রেজাউল করিম বলেছেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। গত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকারের শামিল। জামায়াত জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের ১নং জেটি চত্বর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মোংলা উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কর্মসূচি পালন করছে। শুধু জামায়াত নয়, দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অধিকাংশ রাজনৈতিক দল এই দাবিতে আন্দোলন করছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশিশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়। জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ জাতি জুলাই সনদের আইনী ভিত্তি, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার ও পিআর পদ্ধতি নির্বাচনের দাবি পূরণ করেই ছাড়বে।
বিক্ষোভ সমাবেশ শেষে ১নং জেটি থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে পৌর ও বিভিন্ন থানা থেকে হাজার হাজার জনশক্তি খণ্ড খণ্ড মিছিল সহকারে অংশ নেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম এ বারী'র সভাপতিত্বে ও সেক্রেটারি এ্যাড. মো. হোসেন'র সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর এ্যাড. মাও. শেখ আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, পৌর নায়েবে আমীর মুফতি মাও. মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর সাবেক আমীর মাও. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]