
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে। ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বুধবার দিবাগত রাত আনুমানিক ২.৪৫ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে হাবিলদার মো. ইলিয়াস হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিযে ভারতীয় ১০৮ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। অপরদিকে একইদিন রাত ৭.৩০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে সুবেদার মো. খোরশেদ আলম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ আটক উদ্ধার করা হয়।
এছাড়াও বুধবার দুপুর ১২টার দিকে জেলার লালন চত্বরের হাইওয়ে সড়কে নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৬৮০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ১৩ লক্ষ ৯ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
উদ্ধার হওয়া নকল বিড়ি কাস্টমস অফিসে জমা এবং মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]