সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬
সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন ইয়থ ফর সুন্দরবন ফোরামের সদস্য কেয়া আক্তার।


বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আ‌য়ো‌জিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, আইটিসি কর্মকর্তা ত্রিদিপ সরকার ও মোরেলগঞ্জ পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন সামাদ।


এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।


কর্মশালায় বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ একটি বড় হুমকি। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।


কর্মশালায় উপ‌স্থিক সবাই একমত হন যে সুন্দরবনকে টিকিয়ে রাখতে হলে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।


অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছি‌লেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com