
আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদ্যাপনের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা প্রথমে ইতনা, কুন্দশী এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ সেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া প্রেস ক্লাবেরদায়িত্বপ্রাপ্ত সচিব শিমুল হাসান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, এসএম শরিফুল ইসলাম আক্কাস, রেজাউল করিম, লোহাগড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, পূজা উদ্যাপন পরিষদ লোহাগড়া পৌর কমিটির সভাপতি কিশোর রায়, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দুর্গা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রূপক মুখার্জিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পূজা মন্ডবের স্বেচ্ছাসেবকদের খোঁজ-খবর নেন এবং নির্বিঘ্নে দুর্গা পূজা উদ্যাপনের নির্দেশনা দেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]