
লালমনিরহাটের বিস্তীর্ণ মাঠ এখন সবুজের সমারোহে ভরে উঠেছে। বাতাসে ঢেউ খেলছে বোরো-আমন ধানের সবুজ পাতা। এই দৃশ্য দেখে কৃষকের মনে জেগেছে স্বপ্ন বাম্পার ফলনের।
এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকের নিবিড় পরিচর্যা, সময়মতো সার ও কীটনাশক প্রয়োগের কারণে ফলনের ব্যাপারে আশাবাদী কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার ৪৫টি ইউনিয়নে প্রায় ৮৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উন্নত জাতের ধানও চাষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই ধানের কাঁচা শিষ মাঠে দেখা যাবে এবং ধীরে ধীরে তা সোনালি রূপে ঝলমল করবে। তখন মাঠভরা ধান কেটে কৃষকের গোলা ভরে উঠবে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ফুলগাছ, কাকেয়াটেপা, ভাটিবাড়ী ও কোদালখাতা এলাকায় ধানের খেতে সবুজ শিষ উঁকি দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা খেতে সেচ, সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার ও পার্চিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় কৃষকেরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবারের চাষাবাদ আগের বছরের তুলনায় আরও ভালো হয়েছে। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি ধান কাটা শুরু হবে। তখন পূর্ণ হবে কৃষকের স্বপ্ন।
আদিতমারী উপজেলার হাজীপাড়া গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান মোস্তাক, হযরত আলী, সাহেব আলী ও কমল কান্তি বর্মণসহ অনেকে বলেন, চলতি বছর ধানের বাম্পার ফলনের আশা করছি। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের চেয়ে বেশি ফলন ঘরে তুলতে পারব।
কালীগঞ্জের কাকিনা চাপারতল এলাকার কৃষক শাহিনুর ইসলাম বলেন, এবার আমন মৌসুমে ভালো ফলনের আশায় তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সময়মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়া পেলে ফসল ঘরে তুলতে পারবেন বলে প্রত্যাশা তাদের।
কালীগঞ্জের ভোটমারী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদ বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করছি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। এবার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন জানান, খরিপ-২ মৌসুমে ৮৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৮৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ হয়েছে।
বিবার্তা/হাসান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]