
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবৃত্তি পরীক্ষার নামে কুফরি-বেদআত সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর অরুয়াইল বাজারে “অরুয়াইল-পাকশিমুলের ধর্মপ্রাণ মুসলমান” ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুয়াইল আব্দুর সাত্তার ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ওলামা ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাজী আজিজ, হাজী বাবুল মিয়া, মাওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার নামে কুফরি-বেদআত বই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দাবি করছি, প্রধান শিক্ষক শেখ সাদীকে স্কুল থেকে অপসারণ করতে হবে, ওইসব বই পুড়িয়ে ফেলতে হবে এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]