
ফেনীতে পাসপোর্ট করতে আসা এক মানব পাচারকারী ও দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) রাতে শহরের মহিপাল ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে পাচারকারীর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান।
জানা গেছে, রবিবার মধ্যরাতে মহিপাল ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে পাচারকারীসহ এক রোহিঙ্গা যুবক ও এক রোহিঙ্গা নারীকে আটক করেন পুলিশ। আটককৃত মানব পাচারকারী আবদুল মান্নান (৩৪) জেলার পরশুরাম উপজেলার কালিনগর গ্রামের শফিকুর রহমানের ছেলে।
অপর আটকৃত রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১০ নং ব্লকের মো. আবু তৈয়বের ছেলে মো. আরাফাত (২৫) ও একই ক্যাম্পের জুবায়ের হোসেনের স্ত্রী রমিদা বেগম(২৬)।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, আটককৃত রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচারের জন্য ফেনীতে নিয়ে আসেন। ধৃত আব্দুল মান্নানের কাছ থেকে ৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ১৭টি পরিচয়পত্র ও নগদ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। মানবপাচার ও রোহিঙ্গাদের সহযোগিতা দায়ে মান্নানের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। ধৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]