
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বর্ণের চেইনসহ ৪ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) সকাল ১০:৩০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন ভিত্তিক ছিনতাইয়ের ঘটনার সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে আখাউড়া উপজেলার ১নং মনিয়ন্দ ইউপিস্থ, মনিয়ন্দ উত্তরপাড়া হতে ছিনতাইয়ের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে এবং তাদের হতে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, তাসলিমা আক্তার (৩৫) মোঃ হৃদয় হোসেন (২৩) মোঃ নজু মিয়া (৩৫) মোঃ লিটন মিয়া (২২)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে ১৮ জুলাই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]