
গাজীপুরের টঙ্গীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ঢাকনাহীন একটি ম্যানহোলে পড়ে গেছেন অজ্ঞাতপরিচয় এক নারী।
রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এ সংবাদ লেখা পর্যন্ত ওই নারীর সন্ধানে তল্লাশি করছেন টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, রবিবার রাতে ওই নারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ ধরে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছিলেন। ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে অবস্থিত গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাহীন ম্যানহোলটিতে পড়ে যান তিনি। আশপাশের লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তারা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই নারীকে উদ্ধারে অভিযান শুরু করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। সেটিতে বৃষ্টির পানি জমে আছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘণ্টাখানেক ধরে ওই নারীর সন্ধানে তল্লাশি চালায়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান রাত সাড়ে ১০টার দিকে সমকালকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]