সিংগাইরে মেধাবী ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৭:৪২
সিংগাইরে মেধাবী ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশে দক্ষ মানব সম্পদ ও মানবীয় মানুষ প্রয়োজন। মেধার পাশাপাশি দক্ষ জনশক্তি দেশকে পৌঁছে দিতে পারে বিশ্ব দরবারে। আর এজন্য ভালো মানুষ হয়ে দেশ গড়তে পারিবারিক শিক্ষার শিক্ষার বিকল্প নেই। মানিকগঞ্জের সিংগাইরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২—২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ— ৫ প্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি'র আওতায় মাধ্যমিকে ১৯ ও উচ্চ মাধ্যমিকে ১১ জন শিক্ষার্থীকে এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে মাধ্যমিক পর্যায়ে দশ হাজার ও উচ্চ মাধ্যমিকে ২০ হাজার টাকাসহ সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।


সিংগাইর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ বিন—শফিকের সভাপতিত্বে ও শান্তিপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— পিবিজিএসআই'র সহকারী পরিচালক আবু জাফর মো. সেলিম, জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন, সিংগাইর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আব্দুল হান্নান, সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. খলিলুর রহমান, মেধাবী শিক্ষার্থী মাহফুজুর রহমান ও আনিকা আক্তার। এ সময় শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া করা হয়।


বিবার্তা/হাবিবুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com