
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের মালপত্রসহ মো. ইয়াছিন মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফরম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার (২৩ জুলাই) তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একটি বিশেষ অভিযান চালিয়ে ৫১টি সিগন্যাল জাম্পার, দুটি সিগন্যাল বক্স কভার, দুটি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, তিনটি ক্যাবল খণ্ড, ২০ ফুট লম্বা তিনটি ক্যাবলসহ মো. ইয়াছিনকে মঙ্গলবার ২২ জুলাই গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা মালপত্রের দাম আনুমানিক ৩০ হাজার টাকা।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]