গোপালগঞ্জের সহিংসতায় নতুন ২ মামলাসহ মোট মামলা ১০, আসামি ৯৮৪৬
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৭
গোপালগঞ্জের সহিংসতায় নতুন ২ মামলাসহ মোট মামলা ১০, আসামি ৯৮৪৬
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’-কে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নতুন আরও দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে টুঙ্গিপাড়া থানায় এবং আরেকটি মামলা হয়েছে গোপালগঞ্জ সদর থানায় জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায়।


টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে (২২ জুলাই) বিশেষ ক্ষমতা আইনে ৮২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে গোপালগঞ্জ সদর থানায় জেলার তানিয়া জামান বাদী হয়ে জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামি করে মামলা করেন।


গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। এ নিয়ে এনসিপির মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার সংখ্যা বেড়ে ৮ থেকে ১০-এ দাঁড়িয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৯হাজার ৮৪৬ জন। এখন পর্যন্ত ৩২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে টুঙ্গিপাড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


এর আগে, গত ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের পক্ষে পুলিশ বাদী হয়ে ৪টি হত্যা মামলা দায়ের করে।নিহত সোহেল রানার পক্ষে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ (মামলা নং-১৯),নিহত দীপ্ত সাহার পক্ষে উপ-পরিদর্শক শামীম হোসেন (মামলা নং-১৮),নিহত ইমন তালুকদারের পক্ষে উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান (মামলা নং-২০),নিহত রমজান কাজির পক্ষে উপ-পরিদর্শক মো. আইয়ুব আলী (মামলা নং-১৭) হত্যা মামলা দায়ের করেন।এই ৪টি হত্যা মামলায় অজ্ঞাত ৫,৪০০ জনকে আসামি করা হয়।


এর আগে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় আরও ৪টি মামলা হয়। এসব মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২,৬৫০ জনকে আসামি করা হয়। মোট ৩,০০৪ জন এ মামলাগুলোতে আসামি হন।


গত ১৬ জুলাই থেকে ২৩ জুলাই (বুধবার) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিবার্তা/শান্ত/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com