
বন্যা রক্ষার্থে মুহুরি নদী, কহুয়া ও সিলোনিয়ার পাড়ে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ডের ফেনী দপ্তর অভিমুখী পদযাত্রা করেছে ফেনীবাসী।
২৩ জুলাই, বুধবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ট্রাংকরোড ও শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে পাউবো অভিমুখে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে পাউবো কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ওসমাণ গণি রাসেল ও নিশাদ আদনান'র পরিচালনায় বক্তব্য রাখেন, মুফতি আব্দুল হান্নান, আবু তালেব রিপন, আব্দুর রহিম ফরহাদ, জাহিদুল ইসলাম, আজিজ উল্লাহ, নূর নবী হাসান, খন্দকার সুমন প্রমূখ।
বক্তারা ফেনীবাসির প্রাণের দাবি, টেকসই বাঁধ নির্মাণসহ তাদের দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সভার শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ফাত্তাহ।
এতে ফেনীর ছয় উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে, জেলাপ্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ৮দফার স্বারকলিপি দেয়া হয়।
আট দফা দাবি সমূহ:
টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ। বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান। নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ। মুছাপুর ক্লোজার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ। খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ। ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ। দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগী, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]