ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ও দেশ গড়ার প্রত্যয়ে আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে ২৩ জুলাই রাতেই দলের কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন।


মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা।


সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা থেকে পদযাত্রা করে ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া উপজেলা অতিক্রম করে কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন।


পরদিন বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। সকাল ১১টায় শহরের কাউতলী এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পেরিয়ে পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে, যেখানে অনুষ্ঠিত হবে মূল সমাবেশ।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হবেন সদস্যসচিব আখতার হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও সমাবেশে যোগ দেবেন।


এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।


দলটির পক্ষ থেকে পদযাত্রা সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com