
ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (বহিস্কৃত) মনির হোসেনকে ইয়াবা সেবন অবস্থায় গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে দশদিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হোসেন চতুল গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। তিনি বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। বর্তমানে বহিস্কৃত।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাকে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে। এ সময় তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ১০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক থেকে মনির হোসেনকে বহিষ্কার করা হয়।
বিবার্তা/মিলু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]