পঞ্চগড়ে বহিষ্কারের প্রতিবাদ করায় চার ছাত্রদল নেতাকে শোকজ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২০:০০
পঞ্চগড়ে বহিষ্কারের প্রতিবাদ করায় চার ছাত্রদল নেতাকে শোকজ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের বোদা উপজেলা, পৌর, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার দলটির উপজেলা, পৌর ও কলেজ শাখার চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।


মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদার) মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পোস্ট করা হয়। পরে সেই নোটিশটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার অধীনস্থ বোদা উপজেলা, বোদা পৌর এবং বোদা পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।


কারণ নোটিশ পাওয়া নেতারা হলেন, বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না।


তবে শোকজ নোটিশ হাতে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যেমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেখে ও দলীয় নেতাকর্মীদের মাধ্যেমে জেনেছেন এই চার নেতা। দলীয় শৃঙ্খলা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেবেন বলেও জানান নেতারা। তবে চার ছাত্রদল নেতাকে বহিস্কারের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে বলে মনে করছেন শোকজ হওয়া চার নেতা।


বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, শোকজের বিষয়ে বিভিন্ন মাধ্যেমে জেনেছি। বাকী নেতারাও জেনেছেন। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে আমরা নোটিশের জবাব দিবো।


এর আগে, গত রবিবার (৭ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি ও তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানা রিয়াজ পঞ্চগড় ২ আসনের সাবেক সাংসদ মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন বোদা উপজেলার সাকোয়া বাজারে পৌঁছালে তার হামলার ঘটনা ঘটে। এসময় কিছু লোকজন তাকে বেধরক মারধর করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ও পরে দিনাজপুর চিকিৎসা গ্রহণ করেন।


পরে এ ঘটনাকে কেন্দ্র করে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক ও যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। এমনকি তাদের সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেয়া হয়।


পরে তাদেরকে বহিস্কারের আদেশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবিতে গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বোদা উপজেলা, পৌর ও পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদল। সমাবেশে শোকজ নোটিশ পাওয়া চার নেতা বক্তব্য রাখেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com