
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় মিষ্টার ওয়াং চিয়াং গো (৩০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই দিন খনির মাইনিং এর কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে খনির ১৩০৫ নম্বর ফেস থেকে যন্ত্রাংশ অপসারনের পর নতুন ফেসে নেয়ার সময় হাইড্রোলিক দূর্ঘটনার শিকার হন ওই চীনা শ্রমিক। এসময় তিনি মাইনিং এর কাজে ব্যবহৃত যন্ত্রাংশের নিচে চাপাপড়েন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, খনির মাইনিং এর কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত ডেটোনেটর বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস হোসেন নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খনির ইয়ার্ড থেকে পরিত্যক্ত একটি ডেটোনেটর বাড়িতে এনে এতে থাকা দুই তারের সাথে মুঠোফোনের ব্যাটারীর সংযোগ দেন। এর কিছুক্ষনের মধ্যে তা বিস্ফোরিত হলে ইলিয়াছের ডান হাতের তিনটি আঙ্গুল উড়ে যায়। আহত ইলিয়াছকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসক জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। ইলিয়াছ কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]