হাকিমপুরে
ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে গ্রেফতার ৭
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ২১:৩৪
ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে গ্রেফতার ৭
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে হিলি বিরামপুর সড়কে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্য বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।


শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তর পার্শে আপ্তইর এলাকার হিলি-বিরামপুর সড়কের ব্রীজের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতি কালে ৭ জনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ।


বিষয়টি শুক্রবার দুপুর দুইটার দিকে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, পৌর শহরের সিপি মুন্সীপাড়া এলাকার আকবর মুন্সির ছেলে গোলাপ ওরফে দুখু (২৯), একই এলাকার ভূট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্যে বাসুদেবপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), একই এলাকার ইসার উদ্দিনে ছেলে আলম (৩২), বাবু মিয়া (২৫), রহমত আলীর ছেলে জনি (২৮) ও ইদুল এর ছেলে বাপ্পি (২৮) কে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞার পরামর্শে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কের আপ্তইর এলাকায় ব্রিজের পশ্চিম পাশে মেহগনি গাছের নিচে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেফতার করে। দুই জন আসামি পালিয়ে যায়। এসময় পুলিশ তাদের হেফাজতে থাকা ১টি ছুরি, ২টি হাসুয়া, ১টি লোহার চার সুতি রড, ১টি চাইনিজ কুড়াল, ৪ টুকরা নাইলনের হালকা নীল রংয়ের রশি,১টি লাল-সবুজ-কালো রংয়ের গামছা, ১টি সাদা-লাল-কালো রংয়ের পুরাতন গামছার টুকরা, ১টি লাল রংয়ের পুরাতন টি-শার্টের অংশ, ১টি লাল-নীল-সাদা চেকযুক্ত পুরাতন হাফহাতা টি-শার্ট, ০২টি কাটার, ও একটি ১টি বড় ত্রিপল জব্দ করা হয়। পরে আটক আসামিদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি অপরাধে মামলা দায়ের পূর্বক বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ২২।


মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সুজা মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জনের নাম উল্লেখসহ বেশ কিছু অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com