দিনাজপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি বাচ্চু সম্পাদক দুলাল
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২৩:২৯
দিনাজপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি বাচ্চু সম্পাদক দুলাল
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু ও পুনরায় সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (১৪ মার্চ) দিনাজপুর প্রেসক্লাবে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬১টি ভোটারের মধ্যে ৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এতে সাধারণ সম্পাদক পদে গোলাম নবীর দুলাল ৩৬ টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদুর রহমান পেয়েছেন ১১ টি ভোট। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।


এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু, সহ-সভাপতি পদে শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং, কোষাধক্ষ্য বিপুল সরকার সানি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশি কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দিন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, দপ্তর সম্পাদক পদে খাদেমুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক পদে মাসুদ রেজা হাই, সদস্য পদে রিয়াজুল ইসলাম, রুস্তম আলী মন্ডল, রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ বাব্বা।


নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশফাক আহমেদ ও অশোক কুমার কুন্ডু। বিকেলেই নির্বাচন কমিশনার তাদের ফলাফল ঘোষণা করেন।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com