
নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে নবারুণ পাঠাগার ও ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় হিলি সিপি রোডে নবারুণ পাঠাগার ও ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবারুণ পাঠাগার ও ক্লাবের সভাপতি শ্রী সুশান্ত কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে ক্লাবের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি মোঃ হাসান চৌধুরী মধু মাষ্টার, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রহিম চৌধুরী বাবুল, ক্রীড়া সম্পাদক এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, নবারুণ পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেন রাসেল, হিলি ইমিগ্রেশন ওসি মোঃ আরিফ হোসেন, সদস্য আব্দুল মতিন মন্ডল, কুঠির দাস সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে উৎসব মুখর পরিবেশে নবারুণ পাঠাগার ও ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয় এবং পরে ব্যাড মেন্টন ও কেরাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজ বন্ড তুলে দেন অতিথি বৃন্দ।
ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আসিফ ও সিদ্দান, রানার্সআপ রাজুর দল, কেরাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেহেদী ও রাইহান, রানার্সআপ রানার দল।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]