
"কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন কাস্টমস কর্তৃপক্ষ।
এর আগে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা বিনিময় করেন হিলি কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস দিবসের বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তারের সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ।
হিলি স্থলবন্দর ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর ইসলাম, হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম সহ কাস্টমস ও বন্দরের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
বিবার্তা/রববানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]