সাফ উইমেন’স ফুটসাল
মালদ্বীপকে ১৪ গোলে হারিয়ে ইতিহাস গড়ল সাবিনারা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২১
মালদ্বীপকে ১৪ গোলে হারিয়ে ইতিহাস গড়ল সাবিনারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের ব্যাংককে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।


রবিবার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লেখে লাল-সবুজের প্রতিনিধিরা।


ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে মালদ্বীপ লিড নিলেও দ্রুতই খেলায় ফেরে সাবিনা ও মাসুরাদের দল। এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশকে শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে দিয়েছিল।


টুর্নামেন্টজুড়ে অদম্য থাকা বাংলাদেশ দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। মালদ্বীপের বিপক্ষে ১৪ গোল করার আগে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।


পাকিস্তানের বিপক্ষে সেই একপেশে ম্যাচে সাবিনা ছাড়াও নুসরাত জাহান জোড়া গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও জালের দেখা পান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে সাবিনারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। মালদ্বীপের বিপক্ষে আজকের শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল, কিন্তু অপ্রতিরোধ্য বাংলাদেশ জয় দিয়েই নতুন এই সংস্করণের ট্রফি নিজেদের ক্যাবিনেটে তুলল।


সাফ উইমেন’স ফুটসালের এই যাত্রায় ভারত ও ভুটানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পেছনে ফেলে এসেছে সাইদ খোদরহমির শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল বাংলাদেশ।


তবে পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে তারা শিরোপার দাবিদার হিসেবে শক্ত অবস্থান তৈরি করে। মূলত পাকিস্তানের বিপক্ষে জয়ের পরই সাবিনা এবং তার দল সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে চলে যায়, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেতে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।


ফুটসালের এই নতুন ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দিল এমন এক সময়ে যখন তারা ইতিমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এই জয়ের ফলে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে আরও একটি নতুন মাত্রা যুক্ত হলো।


পুরো টুর্নামেন্টে সাবিনা খাতুনের অসাধারণ নেতৃত্ব এবং মাঠের পারফরম্যান্স বাংলাদেশের এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। অপরাজিত থেকে এমন একটি মর্যাদাপূর্ণ শিরোপা জয় দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com