বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই প্রকাশ্যে সমর্থনের কথা জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আইসিসি এর প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয় পিসিবি।


এই অবস্থায় পাকিস্তানের সম্ভাব্য বয়কট নিয়ে ক্ষুব্ধ হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞাসহ কঠোর শাস্তি আরোপ করা হতে পারে।


প্রতিবেদনে বলা হয় পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে অনাপত্তিপত্র না দেওয়া এবং এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার মতো শাস্তির বিষয় বিবেচনায় রয়েছে।


এর আগে শনিবার আইসিসি জানায় তাদের মূল্যায়নে ভারতে বাংলাদেশ জাতীয় দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই এই মূল্যায়নের ভিত্তিতেই টুর্নামেন্টের প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন নয় বলে সিদ্ধান্ত নেয় আইসিসি।


আইসিসি আরও জানায় টুর্নামেন্টের সূচির অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করা অংশগ্রহণকারী দল ও সমর্থকদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য কোনো বিতর্কিত নজির স্থাপন এড়ানোই এই সিদ্ধান্তের মূল কারণ।


আইসিসির ঘোষণার পর পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে আইসিসির বোর্ড সভাতেও আমি একই কথা বলেছি একটি দেশের জন্য এক নিয়ম আরেক দেশের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে এই আচরণ গ্রহণযোগ্য নয়।


বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে তিনি আরও বলেন পাকিস্তান সরকার আমাদের যে নির্দেশনা দেবে আমরা সেটাই অনুসরণ করব প্রধানমন্ত্রী দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আমাদের কাছে সব ধরনের প্রস্তুতি রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com