
এভারটনের ঐতিহাসিক মাঠ গুডিসন পার্কে শেষ মার্সিসাইড ডার্বিতে লিভারপুলকে রুখে দিয়েছে স্বাগতিকরা। চলতি মৌসুম শেষে ঐতিহাসিক এই মাঠ ছেড়ে যাবে এভারটন। আর এই মাঠের শেষ মার্সিসাইড ডার্বিতে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এবারটন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এভারটনের প্রথম গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ইংলিশ ডিফেন্ডার। ১১তম মিনিটে তার থ্রু বল পেয়ে লিভারপুলের জালে বল পাঠান বেতো।
তবে সমতায় ফিরতে বেশি সময় লাগেনি লিভারপুলের। ১৬তম মিনিটে সালাহ'র দারুণ এক ক্রস থেকে হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ হারায় লিভারপুল। ডমিনিক সোবোসলাইয়ের কোনাকুনি শটটি ঝাঁপিয়ে রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। আলগা বল পেয়েও গোল করতে ব্যর্থ হন লুইস দিয়াস।
বিরতির পর বেশকিছু সুযোগ তৈরি করতে থাকে লিভারপুল। তবে এভারটনের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় সালাহ-দিয়াসরা। তবে ৭৩তম মিনিটে ম্যাচে প্রথমবার লিড পায় অলরেডরা। কার্টিস জোন্সের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, ডান দিকের ফাঁকা পোস্টে বল জালে পাঠান সালাহ। মার্সিসাইড ডার্বিতে এই নিয়ে অষ্টম গোল করলেন মিশরের ফরোয়ার্ড, যার চারটি গুডিসন পার্কে। আর এবারের প্রিমিয়ার লিগে সালাহ'র মোট গোল হলো ২২টি।
যখন ভাবা হচ্ছিল গুডিসন পার্কে শেষ মার্সিসাইড ডার্বিতে লিভারপুলই জয় পেতে যাচ্ছে, তখনই সফরকারীদের চমকে দেন জেমস টারকোস্কি। ম্যাচে পাঁচ মিনিট যোগ করা সময় শেষেও চলছিল খেলা। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে টারকোস্কির ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন।
উত্তেজনায় ঠাসা লড়াইয়ের শেষটা এমন নাটকীয়ভাবেই হয়। ১৮৯২ সালে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামে ১২০ বার মুখোমুখি হলো দল দুটি। যেখানে দুই দলই সমান ৪১ বার করে জয়ের স্বাদ পেয়েছে।
এদিকে এভারটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে গেল লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ডেভিড ময়েসের এভারটন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]