বিশেষ প্রতিবেদন
বাঁকখালী নদীর তীরে ‘ময়লার পাহাড়’, দুর্গন্ধে নাকাল কক্সবাজার শহরবাসী
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪:৫৫
বাঁকখালী নদীর তীরে ‘ময়লার পাহাড়’, দুর্গন্ধে নাকাল কক্সবাজার শহরবাসী
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার পৌরসভা শহরের যাবতীয় ময়লা-আবর্জনা ফেলে বাঁকখালী নদীর তীরে গড়ে তুলেছে বিশাল “ময়লার পাহাড়”। গত তিন দশকের বেশি সময় ধরে অব্যাহতভাবে ময়লা ফেলার ফলে এখন ওই স্থানে প্রায় ৫০ ফুট উঁচু বর্জ্যের স্তূপ জমে গেছে।


মশা-মাছির উৎপাত, কাক-কুকুরের ভিড় আর দুর্গন্ধে এলাকাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে পৌরসভার ৩নং ওয়ার্ডের মানুষ প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, শুধু বাসাবাড়ির আবর্জনাই নয়-শহরের অন্তত ৫০০ হোটেল-মোটেল ও ১৫-২০টি হাসপাতালের মেডিকেল বর্জ্যও সেখানে ফেলা হচ্ছে। এসব বর্জ্য থেকে নির্গত দূষিত পানি বাঁকখালী নদীতে গিয়ে মিশছে এবং সেখান থেকে সাগরে ছড়িয়ে পড়ছে, যা মারাত্মকভাবে পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।


বাসিন্দা আবুল কাশেম বলেন, দেশের প্রধান পর্যটন শহর হলেও এখানে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে।


কলেজ ছাত্র সাইফুল আদর জানান, আমরা স্থানীয়রা বহুবার প্রতিবাদ করেছি, কর্মসূচি দিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।


বদরমোকাম মসজিদসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দুর্গন্ধে আক্রান্ত। মুসল্লি ও শিক্ষার্থীরা নাক-মুখে কাপড় বেঁধে ইবাদত ও পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন।


পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) জেলা শাখার সদস্য সচিব এইচএম ফরিদুল আলম শাহীন জানান, প্রতিদিন শহরে প্রায় ৯৭ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ৭০ টন কস্তুরাঘাট এলাকায় ফেলা হয়, বাকিটা সরাসরি সাগরে চলে যায়। কয়েক দশকের ময়লায় নদীর বুকে এখন ৪৫-৫০ ফুট উঁচু পাহাড় জমেছে। আদালতের নির্দেশনা অমান্য করেই পৌরসভা এখনও সেখানে বর্জ্য ফেলছে।


পৌর প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, শহরের বাইরে ডাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছিল। জমিও নির্ধারিত আছে। তবে নানা কারণে সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। শিগগিরই ডাম্পিং স্টেশন কার্যকর করার চেষ্টা চলছে।


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com