১৯৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে মোকাররম মসজিদ: ধর্ম উপদেষ্টা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫
১৯৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে মোকাররম মসজিদ: ধর্ম উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প’ নেওয়া হয়েছে জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইতোমধ্যে এই প্রকল্পে ১৯৯ কোটি টাকা অর্থায়নের সম্মতি পাওয়া গেছে।


এ নিয়ে রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম উপস্থিত ছিলেন।


ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড় যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে সেটি হলো- জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন শীর্ষক প্রকল্প। ইতোমধ্যে এই প্রকল্পে ১৯৯ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছি। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থার সংযোজন করা হবে এবং উন্নত আলোকসজ্জা, বহিরাঙ্গণে আচ্ছাদন, অফিস ভবন ও মিনার নির্মাণ; মূল কাঠামো ঠিক রেখে দু’টি মিনার নির্মাণ করবো। এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। আমরা খুব সহসাই এ প্রকল্পের কাজ শুরু করতে পারব, ইনশাল্লাহ।


ধর্ম উপদেষ্টা বলেন, বায়তুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন এ মসজিদের সার্বিক ব্যবস্থাপনা করে থাকেন। জাতীয় মসজিদ হওয়ার কারণে এ মসজিদটির প্রতি দেশের আলেম-ওলামা, পীর-মোশায়েখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যেমন দৃষ্টি আছে তেমনি সরকারের সর্বোচ্চ মহলেরও বিশেষ দৃষ্টি রয়েছে। সাধারণ মুসল্লি থেকে শুরু করে সরকারের উপদেষ্টা তথা বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন সময়ে এ মসজিদের নানা বিষয় আমার দৃষ্টিতে এনেছেন। অনেকে ফেসবুক, জনসমাবেশ ও ওয়াজ-মাহফিলে বায়তুল মোকাররমের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। কেউ কেউ নিতান্তই কল্পনাপ্রসূত ও মনগড়া কথাবার্তা বলার অপপ্রয়াসও চালিয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারূপ পোস্ট আপলোড করেছেন। এ কারণে আপনাদের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত তথ্য অবহিত করার জন্যই আমাদের আজকের এ আয়োজন।


উপদেষ্টা বলেন, আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরপরই আকস্মিকভাবে বায়তুল মোকাররম পরিদর্শন করি। আমি সেদিন মসজিদের ওযুখানা, ওয়াশরুম, পার্কিংসহ মসজিদের চতুর্দিকে ঘুরে দেখি এবং উপস্থিত মুসল্লিদের সাথে কথা বলি। সেদিন মসজিদের সার্বিক পরিস্থিতি দেখে আমি ভীষণ ব্যথিত হই। এরপর মসজিদের সামগ্রিক পরিবেশ উন্নয়নের জন্য আমি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ধর্ম সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অনুরোধ করি। যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে সরকারি নিয়ম-কানুন, বিধি-বিধান অনুসরণ করেই এগোতে হবে। ইচ্ছা করলেই আমি রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতে পারি না।


আমাকে সরকারি বিধি-বিধান অনুসরণ করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। বায়তুল মোকাররমকে নিয়ে ব্যক্তিগতভাবে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমরা ইতোমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন করেছি, কিছু কাজ চলমান রয়েছে এবং অতি অল্প সময়ের ব্যবধানে আরও কিছু কাজে হাত দেওয়া হবে। বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় একটি আবহ নিশ্চিত করার জন্য যা যা করা সম্ভব আমি সেগুলো করার চেষ্টা করব, ইনশাল্লাহ।


উপদেষ্টা বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। বৈদ্যুতিক সমস্যা নিরসনে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন করে সাব স্টেশন নির্মাণ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন; অগ্নি নির্বাপন ব্যবস্থা নতুন করে সংযোজন এবং স্পর্শকাতর ৮০টি স্পটে ফায়ার হাইড্রেট স্থাপন; পানির সমস্যা নিরসনে মসজিদের জন্য সাবমারসিবল পাম্প স্থাপন; আধুনিক ও উন্নতমানের সাউন্ড সিস্টেম সংযোজন; দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা নিরসনে নতুন ড্রেন নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার; মসজিদের ভিতরের ৪০টি এসি এবং নারীদের নামাজ কক্ষের সব কটি এসি সার্ভিসিং ও সচল; ৪৯ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ১২ হাজার স্কয়ার ফুট উন্নতমানের কার্পেট সংযোজন, মিনারের জায়নামাজ ও কার্পেট পরিবর্তন; দক্ষিণ পার্শ্বের অযুখানা সম্পূর্ণরূপে মেরামত ও সংস্কার; উত্তর ও দক্ষিণ পার্শ্বের অযুখানা এবং মহিলা নামাজ কক্ষের অযুখানায় বিশুদ্ধ পানির নতুন ফিল্টার সংযোজন; পূর্ব সাহানের টিনগুলোর প্রয়োজনীয় মেরামত ও সংস্কার; দক্ষিণ-পূর্ব পার্শ্বের দেওয়াল ঘেঁষে দীর্ঘদিনের স্তূপীকৃত ৬৬ ট্রাক ময়লা অপসারণ; দক্ষিণ ও উত্তর গেটের ‘আল্লাহু আকবার’ লেখা লাইট সংস্কার ও চালু; মূল মসজিদের থাই ও কাঠের দরজা মেরামত ও পরিবর্তন; প্রথমবারের মতো মসজিদের পূর্ব দিকের অ্যাপ্রোচ রোড ও গেট হতে অবৈধ দখলদার উচ্ছেদ করে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা আয়োজন; ১২০টি নতুন সিলিং ফ্যান এবং তৃতীয় ও চতুর্থ তলায় ১০টি পেডেস্টাল ফ্যান সংযোজন; দক্ষিণ-পূর্ব দিকের টয়লেট ও অযুখানার জন্য সেন্ডেল, টয়লেট টিস্যু, হ্যান্ডওয়াশসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত সরবরাহ; সার্বক্ষণিক অযুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য বেসরকারি সিকিউরিটি কোম্পানির সাথে চুক্তি সম্পাদন এবং এ কোম্পানির থেকে অযুখানা ও টয়লেট পরিষ্কারের জন্য ১২ জন লোক নিযুক্ত; অযুখানার পানি দুর্গন্ধমুক্ত রাখার জন্য নিয়মিত ওয়াটার ট্রিটমেন্ট স্থাপন; আধুনিক ও টেকসই ডিজাইনে মুসল্লিদের জন্য পূর্ব দিকের ৩০টি টয়লেট ও অযুখানা নতুনভাবে নির্মাণ; দক্ষিণ ও পূর্ব দিকের ক্ষতিগ্রস্ত চারটি গেট নতুনভাবে নির্মাণ; মসজিদে অভারহেড জুতার বক্স সরবরাহ; পবিত্র কুরআনুল কারিম রাখার জন্য শেল্ফ নির্মাণ; পানির রিজার্ভ ট্যাংক ও পাইপ সংস্কার করা হয়েছে।


মসজিদের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দৈনিক মজুরিভিত্তিতে আটজন লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং মসজিদের নিরাপত্তা টহল জোরদার করা; প্রত্যেক নামাজের পূর্বে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা; মসজিদের সিড়ি ও চত্বরে ঘুমানো বা অবাঞ্চিত আড্ডা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।


দক্ষিণ-পূর্ব কর্নারের বাউন্ডারি দেওয়াল নির্মাণ; মসজিদের ভেতরে, বাইরে এবং প্রবেশ পথগুলোতে সিসি ক্যামেরা সংযোজন এবং পুরাতন নষ্ট সিসি ক্যামেরা সচল করা; মসজিদের দেওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রং করা।


বায়তুল মোকাররম মসজিদ মার্কেটকেন্দ্রিক সরকারের কিছু সফলতা রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দুই কোটি টাকা বকেয়া আদায়; অবৈধ দখলদারদের কাছ থেকে দুটি দোকান উদ্ধার করা হয়েছে, এ দুটির ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান; দীর্ঘদিন পর একসঙ্গে ৬২টি দোকান হস্তান্তর ফি আদায়ের মাধ্যমে দোকান হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন; দক্ষিণ-পূর্ব কর্নারে কার পার্কিংটি ইজারা দিয়ে রেকর্ড ৬৪ লক্ষ টাকা এবং উত্তর-পূর্ব দিকের ছোট কার পার্কিংটি ইজারা দিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আয়; মার্কেটের সিংহভাগ জায়গা হকারমুক্ত; এক বছরে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে ১১০ কোটিতে উন্নীত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com