
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসেবে সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন করার কথা জানিয়েছে র্যাব।
২৬ সেপ্টেম্বর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলছে, ঝুঁকি ‘পর্যালোচনা করে’ দুর্গাপূজায় র্যাব কর্তৃক ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করা হয়েছে।
পূজার সময় যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি ‘মোকাবিলা’ এবং সার্বিক নিরাপত্তা ‘নিশ্চিত করতে’ গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
যে কোন সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় র্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন রয়েছে।
এছাড়া ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের নির্ধারিত এলাকার পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে, যা র্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।
পূজাকে কেন্দ্র্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ নাশকতার চেষ্টার তথ্য পেলে র্যাবকে অবহিত করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কোন সহযোগিতার জন্য র্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।”
'বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ' ও 'মহানগর সার্বজনীন পূজা কমিটির’ তথ্য অনুযায়ী, এবার ঢাকায় গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
রোববার মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা- এই তিন পর্ব মিলে দুর্গোৎসব।
পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, অক্টোবরের ১ তারিখ নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।
এবার দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। দশমীতে দেবীর মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে। আর দোলায় দেবীর গমনকে মহামারী বা মড়কের ইংগিত ধরা হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]