
বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য সামরিক মর্যাদায় বিজয় দিবসের সূচনা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর পুরাতন বিমান বন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে এই বিশেষ গান স্যালুট প্রদর্শন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সশস্ত্র বাহিনীর সামরিক এই অভিবাদন।
এই তোপধ্বনির পর পরই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]