
শ্রীলঙ্কার কলম্বোতে সিরিজ বোমা হামলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) নিহত হওয়ার খবরে সর্বত্র নেমে এসেছে।
২১ এপ্রিল রবিবার রাতে এ খবর প্রকাশের পর দলমত নির্বিশেষে শোকে স্তব্ধ হয়ে পড়ে সকল মানুষ। প্রাণপ্রিয় নেতার আদরের নাতি জায়ান চৌধুরীর মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ করে দিয়েছে দলের নেতাকর্মীদের।
সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, জায়ান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জায়ান চৌধুরী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিআইসিসি’র সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের ভাগিনা।
বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]