শিরোনাম
দুই সিটিতে যোগ্য প্রার্থীকেই বাছাই করা হয়েছে: কাদের
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:১২
দুই সিটিতে যোগ্য প্রার্থীকেই বাছাই করা হয়েছে: কাদের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগ যোগ্য প্রার্থীকেই বাছাই করেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩০ডিসেম্বর) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য ও বিজয়ী হতে পারবে এমন প্রার্থী দিয়েছি। সে ক্ষেত্রে আগের মেয়র খারাপ কি ভালো সেসব প্রসঙ্গে আমি যেতে চাই না। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আমরা বিভিন্ন জরিপের মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিয়েছি।


বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি অফিসের সামনে কারা ককটেল মেরেছে এটি তারাই ভালো জানে। এমন হতে পারে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিজেরাই ককটেল মেরেছে।


ওবায়দুল কাদের বলেন, নির্দিষ্ট সময়ের আগেই পদ্মা সেতু চালু করা হবে। এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে। ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com