মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত হিসেবে নাহিদা সোবহানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৩১ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে নাহিদা জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা সোবহান নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রেঞ্চ ভাষায়ও কথা বলতে পারেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৫তম ব্যাচের এই কর্মকর্তা চাকরি জীবনে রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]