
নাঈম শেখের ৪৭ বলে ৫৫ রানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে রংপুর রেঞ্জার্স।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করে রংপুর। উদ্বোধনীতে ব্যাটিংয়ে নেমে শেন ওয়াটসনের সঙ্গে তাণ্ডব শুরু করেন রংপুর রেঞ্জার্সের ওপেনার মোহাম্মদ নাঈম। জাতীয় দলের এ তরুণ ব্যাটসম্যান একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন ফিফটি।
উদ্বোধনীতে ৪ ওভারে শেন ওয়াটসনের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন নাঈম। ৮ বলে ৭ রান করে আউট হন রংপুরের অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।
এরপর দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্টকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়েন নাঈম। ১৭ বলে তিন চার ও ২ ছক্কায় ৩১ রান করে ফেরেন ডেলপোর্ট। দলীয় ১১০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নাঈম। তার আগে ৪৭ বলে করেন ৫৫ রান। চলতি বিপিএলে নাঈমের এটা দ্বিতীয় ফিফটি। এর আগে সর্বোচ্চ ৭৮ ও ৪৯ রানের ইনিংস খেলেছেন তিনি। সর্বশেষ ৬ উইকেটে হারিয়ে ১৮২ রান তুলতে সক্ষম হয় রংপুর রেঞ্জার্স।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]