
সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন আজ রবিবার (২৯ডিসেম্বর)।শিশিরের জন্মদিন উপলক্ষে নিজের বেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব।
যেখানে তিনি লিখেছেন, তোমার জন্মদিনেই তোমাকে দুঃখিত বলার নিখুঁত সুযোগ। তুমি যে সব ত্যাগ করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ। সব কিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ২০৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।
দীর্ঘদিন বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতালেও সম্প্রতি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়ে তা গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। তবে তিনি আরো শক্তভাবে ২২ গজে ফিরবেন বলে আশা তার ভক্তদের।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]