
হলিউডসিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পর্তুগিজ সুপাস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ খবর জানিয়েছে পর্তুগালের সংবাদ মাধ্যম দ্য টুইট।
সম্প্রতি দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে রোনালদো জানিয়েছেন, ফুটবল থেকে অবসরের পর তিনি ভক্ত-অনুরাগীদের কাছ থেকে দূরে সরে যেতে চান না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল থেকে অবসর নেয়ার পর হলিউড সিনেমায় অভিনয় করবেন।
সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো তার ভক্তদের মাঝে বেঁচে থাকতে চান। তিনি বাঁচতে চান আরো ৫০ বছর। বেশ কিছু পরিকল্পনা আছে তার। শেষ করতে চান নিজের পড়াশোনা। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জের জন্য হলিউডের সিনেমাতেও অভিনয় করতেও রাজি এই বিশ্বসেরা ফুটবালার।
সিএনএন আরো জানিয়েছে, বেশ কিছু বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তার। শুধু তাই নয়, অভিনয়টাকে তিনি খুব সহজে রপ্ত করতে পারবেন বলেই মনে করেন তিনি। সূত্র: সিএনএন
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]