শিরোনাম
নিরাপত্তা নিশ্চিত না হলে পাকিস্তান সফর বাতিল: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ২১:২৬
নিরাপত্তা নিশ্চিত না হলে পাকিস্তান সফর বাতিল: ক্রীড়া প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিরাপত্তা নিশিচত না হলে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।


ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো খেলোয়ার ও তাদের পরিবারের মাঝে আতঙ্ক কাটেনি। তাই পাকিস্তান নিরাপত্তা নিশিচত করলেই কেবল বাংলাদেশ দল খেলতে যাবে অন্যতায় পাকিস্তান সফর বাতিল করা হতে পারে।


তিনি বলেন, খেলোয়াররা বাংলাদেশের সম্পদ। তাই সরকার তাদেরকে সবধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসান প্রমুখ।


বিবার্তা/শরিফ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com