কক্সবাজারের টেকনাফে হ্নীলার নয়াপাড়া শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হন। এসময় দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে আনোয়ার সাদেক (৩৫) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এসময় আহত মোহাম্মদ ইমরান ও শাহাব উদ্দিন নামের দুই র্যাব সদস্য আহত হন। দুজনই কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) টেকনাফ ক্যাম্পের সদস্য।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে মাদকবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ডাকাত দল। এতে দুই র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার সাদেক নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত সাদেক রোহিঙ্গা ডাকাত জাকিরের সহযোগী।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]