
রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় হেমায়েত হোসেন (৫৫) নামে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে এই ঘটনা ঘটে।
হেমায়েত হোসেন মহানগর ট্রাফিক পূর্ব বিভাগে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামে। এই ঘটনায় পুলিশ বাসটি চালককে গ্রেফতার করেছে।
সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ট্রাফিক কনস্টেবল হেমায়েত ভিক্টরিয়া পার্কের সামনে দায়িত্ব পালন করছিলেন। এসময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে বুকে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১২ টার দিকে তিনি মারা যান।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]