
টাঙ্গাইলের গোপালপুরে বিদেশী পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।সোমবার (৩০ডিসেম্বর) র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন-গোপালপুর উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও একই গ্রামের মৃত হযরত আলী ফকিরের ছেলে এছহাক (৪৫)।
ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ডিসেম্বর) রাতে উপজেলার চাতুটিয়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে একটি বিদেশী পিস্তল ও একটি মোবাইল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে সেখানে নিয়ে এসেছিলো। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।
বিবার্তা/তোফাজ্জল/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]