শিরোনাম
নারায়ণগঞ্জে ২ জেএমবি সদস্য গ্রেফতার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ২০:১১
নারায়ণগঞ্জে ২ জেএমবি সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে শহরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ ওরফে আবু ওমর (২৫) ও মাওলানা মুফতি আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯)।


এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তারা জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান করেন। পরে ফেসবুকে গ্রুপ আইডি খুলে অনলাইনে নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবির সদস্যদের সাথে যোগাযোগ এবং জিহাদিবিষয়ক কার্যক্রম পরিচালনা করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com