শিরোনাম
শেখ হাসিনার দেখা পেলেন সেই ইসহাক মাস্টার
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫২
শেখ হাসিনার দেখা পেলেন সেই ইসহাক মাস্টার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ইসহাক আলী মাস্টার শতবর্ষী দেহ নিয়ে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে যোগ দিয়েছিলেন; মনোবাসনা ছিল শেখ হাসিনাকে সরাসরি দেখার। তবে এবার বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার সেই সাধ পূরণ হয়েছে। তৃণমূলের এই নেতাকে সোমবার (৩০ ডিসেম্বর) গণভবনে সাক্ষাৎ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, কথা বলেছেন তার সঙ্গে।


আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এক ফেইসবুক পোস্টে এই খবর দিয়েছেন।


ইসহাক আলীর ছোট ছেলে আলী মর্তুজা খসরু সংবাদমাধ্যমকে জানান, সোমবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ফোন করে তাদের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যেতে বলেন।


এরপর ইসহাক আলী, তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু, ছেলের স্ত্রী শাম্মী আক্তার ও নাতনী মাহিরা মর্তুজা গণভবনে যান।


আলী মর্তুজা বলেন, নেত্রীর সঙ্গে দেখা করে বাবা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। স্থানীয় রাজনীতি সম্পর্কে নেত্রী তার কাছে জানতেও চান।


ইসহাক আলী কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চার বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এলাকার মানুষের কাছে ইসহাক আলী মাস্টার নামে পরিচিত এই রাজনীতিক কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগেরও সহ-সভাপতি ছিলেন। তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।


আলী মর্তুজা বলেন, নেত্রীর সঙ্গে দেখা করতে পেরে আমার বাবা খুবই উৎফুল্ল ছিলেন। তিনি নেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়াও করেছেন।


প্রচণ্ড শীতের মধ্যে বয়সের ভারে নুয়ে পড়া শরীরে লাঠি ভর করে আওয়ামী লীগের এবারের সম্মেলনে এসে অনেকের নজর কাড়েন ১০১ বছর বয়সী ইসহাক আলী।


সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রবীণের ছবি আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপির ফেইসবুকে ঘুরতে দেখা যায়। তাদের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও পুরনো এই সহযোদ্ধাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।


এই শরীর নিয়ে শীতের মধ্যে কেন সম্মেলনে এসেছেন জানতে চাইলে ইসহাক আলী মাস্টার সাংবাদিকদের বলেন, শেষ ইচ্ছা, শেখের বেটিকে এক নজর দেখার।


জীবনের পড়ন্ত বেলায় দলের এই সম্মেলনে অংশগ্রহণ নিয়ে ইসহাক আলী বলেছিলেন, আওয়ামী লীগ আমাদের বংশগত, রক্তের সঙ্গে মিশে আছে। মুজিব ভাইয়ের সঙ্গে আমি পঞ্চাশের দশকের শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি।


১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্নেই দলটির সঙ্গে যুক্ত হন ইসহাক আলী; তারপর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও এই দলের সঙ্গেই রয়েছেন। তার মতো তৃণমূলের নেতা-কর্মীদেরই আওয়ামী লীগের শক্তির উৎস বলে মনে করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।



উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ জুলাই বিবার্তায় ‘একটি বার যদি প্রাণপ্রিয় নেত্রীর দেখা পেতাম’ এই শিরোনামে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার একটি ইন্টারভিউ প্রকাশ করা হয়।


বিবার্তা/বাণী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com