একাদশ জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। এ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করায় রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সার্পোট উইং আইন শাখা-২।
সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের সদস্য শেখ ফজলে নূর তাপস রবিবার (২৯ ডিসেম্বর) পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৩ ঢাকা-১০ আসনটি শূন্য হয়েছে। আইন অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়।
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে রবিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন শেখ ফজলে নূর তাপস। আসনটি শূন্য হওয়ায় ৯০ দিনের মধ্যে ঢাকা-১০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]