
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, দুই মাসের আন্দোলনে নয় বরং ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফলেই শেখ হাসিনার পতন হয়েছে। এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই তিনি আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ভোট জনগণের পবিত্র আমানত। তাই তিনি ভোট কেন্দ্রে গিয়ে নিবিঘ্নে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভালো মানুষ নাকি খারাপ মানুষ, ভালো দল নাকি খারাপ দল, দেশ পরিচালনা করবে। ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তি ও দল বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]