
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বৈঠাখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বৈঠাখালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের সার্ভিস লেনে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও তিনি মুসলিম বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। রাতেই পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশেপাশের এলাকায় মরদেহের পরিচয় চেয়ে বার্তা পাঠানো হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]