জনগণের মুখোমুখি লালমনিরহাট -৩ আসনের প্রার্থীরা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৪
জনগণের মুখোমুখি লালমনিরহাট -৩ আসনের প্রার্থীরা
‎লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের মুখোমুখি হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনের প্রার্থীরা।

‎শনিবার (৩১ জানুয়ারি) সকালে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক সুজন এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎প্রতিটি নির্বাচনের মতই আসন্ন নির্বাচনে প্রার্থীদের জনগনের মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির লালমনিরহাট জেলা শাখা লালমনিরহাট ৩ (সদর) আসনের প্রার্থীদের জনগনের মুখোমুখি করতে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীদের কাছে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরাও জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনার কথা তুলে ধরেন।


‎আয়োজকরা জানান, এই ধরনের উন্মুক্ত মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


বক্তারা বলেন, নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি। সুজনের সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে ‎অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শেষ হয়। এ আসনের ৬জন প্রার্থীই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com