হিলিতে অসহায়-দরিদ্রদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৪৪
হিলিতে অসহায়-দরিদ্রদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে বিনামুল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টায় হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে থানা মোড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


এসময় প্রায় ১৫০০ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসায় মানুষ।


চিকিৎসা সেবা নিতে আসা পৌর শহরের আলেয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। একটা ডাক্তার দেখাতে গেলে ৫০০-৬০০ টাকা লাগে।আর এখানে আমাদের আসনে ধানের শীষ প্রতীককের প্রার্থীর পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমরা খুবই খুশি।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম সম্পাদক মীর সেলিম, মিঠুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com