
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলাতে আসামি হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিনপ্রাপ্ত দিদার হোসেনসহ কারাগারে আটক থাকা ৭ জনকে আসামি করা হয়েছে। এতে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ।
মামলাতে উল্লেখ করা হয়েছে, কারাগারে ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও কারারক্ষীদের বিভ্রান্ত করে আসামি হৃদয় নিজেকে জামিনপ্রাপ্ত দিদার হোসেন হিসেবে উপস্থাপন করে। এ সময় তার কেস হিস্ট্রি টিকিটের ছবি হারিয়ে গেছে বলে দাবি করে এবং অন্যান্য আসামিরা তার পরিচয় নিশ্চিত করে স্বাক্ষ্য প্রদান করে। পরবর্তীতে কারাগারে আটক থাকা ২ থেকে ৭ নম্বর আসামিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অনৈতিক লাভের আশায় পরস্পর যোগসাজশ ও পূর্ব পরিকল্পনার মাধ্যমে তারা আসামি হৃদয়কে ছদ্মবেশ ধারণ ও প্রতারণার মাধ্যমে পালাতে সহায়তা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পলাতক দিদারকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]