বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:২৭
বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।


খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণের এই ঘটনার পরপরই সেখানে দেশটির উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন তারা।


দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।


ইরানের সাম্প্রতিক সরকার-বিরোধী বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে গত কয়েক দিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ইরানের আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মাঝেই শনিবার দেশটির বন্দরনগরীতে ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com