
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিন শুধু একটি ভোটের দিন নয়, এটি দেশের ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের রাজনীতি।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।
তিনি বলেন, গত ৫ আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমেছিল, সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, ভোটের আগের দিন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে, যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নেওয়া না যায়।
তারেক রহমান দাবি করেন, দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপি চেয়ারম্যান বলেন, এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এই দেশ কোটি জনগণের। ১২ ফেব্রুয়ারি জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। আল্লাহ চাইলে ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করবো।
টাঙ্গাইলের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার তাঁতের শাড়ি, টুপি, আনারস ও পাটশিল্প পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা গেলে আন্তর্জাতিক বাজারে বড় সম্ভাবনা তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় জেলার আটটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন।
সভা পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
পরে তারেক রহমান জনসাধারণের সামনে জেলার আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিবার্তা/ইমরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]