ডিআর কঙ্গোতে ভূমিধসে দুই শতাধিক খনিশ্রমিক নিহত
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮
ডিআর কঙ্গোতে ভূমিধসে দুই শতাধিক খনিশ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা একটি এলাকায় খনি ধসে ২০০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।


খনিটি উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় অবস্থিত। প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।


এতে বলা হয়, গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কোলটান খনিটি গত বুধবার ধসে পড়ে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।


মুইসা বলেন, ‘ভূমিধসে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীসহ ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের অনেকের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।


তিনি আরও বলেন, ‘এখন বর্ষাকাল চলছে। মাটি নরম ও দুর্বল। ভুক্তভোগীরা খনির ভেতরে থাকার সময়ই মাটি ধসে পড়ে।’


এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত উত্তর কিভু প্রদেশের গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি। তবে প্রাণহানির সংখ্যা অনেক বেশি বলে ইঙ্গিত দেন তিনি।


নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা রয়টার্সকে বলেন, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেনি এএফপি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com