
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবা শিগগিরই ব্যর্থ হয়ে যাবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দেশটির অর্থনৈতিক ও জ্বালানি সহায়তা নিঃশেষ হয়ে যাবে, যা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলা প্রদান করে আসত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিউবা আসলে এমন একটি জাতি যারা ব্যর্থতার খুব কাছাকাছি রয়েছে। তারা ভেনেজুয়েলা থেকে তাদের তেল পেয়েছে, তারা আর তা পাচ্ছে না। খবর আনাদোলুর
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর হাওয়ানা আর কারাকাস থেকে তেলের সরবরাহ পাচ্ছে না। ঠিক এ সময়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প।
এই পরিস্থিতির পেছনে ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তন ও আন্তর্জাতিক চাপের প্রভাব রয়েছে, যার ফলে কিউবা তার দীর্ঘসময় ধরে নির্ভর করা শক্তিশালী সমর্থক দেশটিকে হারিয়ে ফেলেছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ানোর মাধ্যমে হাওয়ানাতে ব্যাপক প্রভাব ফেলতে চায়, আর এতে কিউবার অর্থনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]